সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঝরে গেল বাইক চালকের প্রাণ

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০২:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১৮০ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা- মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের বামনকান্দা নামক স্থানে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকার খালপাড়ের শুকুর আলী ছেলে ইমরান হোসেন (২৭)।
রবিবার (১৫ জুন) সকাল আটটার দিকে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আসার সময় এ মর্মাšি—ক দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্য¶দর্শীরা জানান দ্রুতগামী মোটরসাইকেলটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় অজ্ঞাত পরিবহনে ধাক্কা দিলে রাস্তার পাশে রেলিংয়ে বাড়ি খেয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের পরিচয় সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।