মুক্তাগাছায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট সময় : ০৯:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ২০২ বার পড়া হয়েছে
মুক্তাগাছা সংবাদদাতা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ১৫ দিন ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এর নির্দেশনা অনুযায়ী মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদ ফরাজী নেতৃত্বে ৮ নং দাওগাঁও ইউনিয়ন ছাত্রদল এর পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। দাওগাঁও ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (সহ-দপ্তর সম্পাদক) এম.জে.এইচ নোমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিলন সরকার, স্বপন সরকার, মোঃ রাসেল হোসাইন, মোঃ হাসান, মোঃ মারুফ রানা, মোঃ সিফাতসহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।