ময়মনসিংহে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা মহোৎসব

- আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১০৬ বার পড়া হয়েছে
আজ ময়মনসিংহে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত “শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব–২৫” ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মহোৎসবে হাজারো ভক্তবৃন্দ, দর্শনার্থী ও স্থানীয় জনগণ অংশ নিয়েছেন।
২৭ জুন (শুক্রবার) রথযাত্রা উপলক্ষে সজ্জিত করা হয়েছে বর্ণিল ও বিশালাকৃতির রথ এবং মন্দির চত্বর। হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।
এই রথযাত্রা উৎসবের প্রবর্তক হচ্ছেন আচার্য্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইসকন আন্দোলনের প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানটির আয়োজন করেছে শ্রীশ্রী রাধাগোবিন্দ সিটি সেন্টার, শ্রীশ্রী গৌরনিতাই মন্দির, ময়মনসিংহ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় মূল্যবোধ ও সনাতন সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত আছেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও।
প্যান্ডেল ও সড়কজুড়ে আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও সেবাকাজে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি শহরের ধর্মপ্রাণ জনগণের কাছে এক অপার আনন্দের বার্তা নিয়ে এসেছে।
🕉 “জয় শ্রী জগন্নাথ” ধ্বনিতে মুখর ময়মনসিংহ, ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব সাক্ষী হয়ে উঠেছে রথযাত্রা মহোৎসব–২৫।
প্রলয়/নাদিয়া ইসলাম