নবগঠিত জাসদ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১৫২ বার পড়া হয়েছে
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের একটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা আহ্বায়ক মোঃ রুোকনুজ্জামান সরকার রোকন এবং কেন্দ্রীয় নেত্রী ফারহানা চৌধুরী বেবি।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ মঈন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মসিউর ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা জাসদের আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, “জাসদ সব সময় গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে এসেছে। নতুন কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।”
পরিচিতি সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রলয়/নাদিয়া ইসলাম