ময়মনসিংহে সমবায় ইউনিয়নের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৯৩ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহের কাচিঝুলি রূপসী অফিস প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড-এর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার ও মহাপরিচালক আবদুল ওয়াহেদ।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসাইন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমবায় হলো আত্মনির্ভরতার প্রতীক। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
প্রধান অতিথি আবদুল ওয়াহেদ বলেন, “দেশের অর্থনীতিতে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের জীবনমান উন্নয়নে সমবায় ব্যবস্থাকে কাজে লাগাতে হবে।”
সভায় বক্তৃতা করেন বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। সমবায়ের কার্যক্রম, সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করা হয়।