ময়মনসিংহে বয়রা ছালাকান্দিতে বিএনপির মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট সময় : ১০:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর ২৪নং ওয়ার্ডের বয়রা ছালাকান্দি এলাকায় আজ বিএনপির উদ্যোগে তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. হেলাল উদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা, দুর্নীতি এবং গণতন্ত্র হরণ করার বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। একইসাথে তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।