কেরানীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ০৬:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৯৮ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (৩০ জুন) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী খালপাড় এলাকা থেকে ৫০ পুড়িয়া হেরোইনসহ মামুন মিয়া (৩৮) ও চুনকুটিয়া চৌরাস্তা থেকে ১০০ পিস ইয়াবাসহ আকবর (৪১) কে আটক করা হয়।
ঢাকা জেলার দক্ষিণ ডিবি’র অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ইয়াবা ও হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়েছে।এরা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। পুলিশ রেকর্ড অনুযায়ী মামুন মিয়ার বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় ২টি এবং মোঃ আকবর (৪১) এর বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানা, শাহ আলী থানা, দারুসসালাম থানা ও রুপনগর থানায় সর্বমোট ৫টি মাদক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে