ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় প্রবাসীর পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও গৃহচ্যুতি, থানায় অভিযোেগ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দনিয়া বড়ভিটা গ্রামে প্রবাসে অবস্থানরত স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অমানবিক নির্যাতনের পর গর্ভের সন্তান হারিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আসমা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের রহিম মিয়ার মেয়ে আসমা আক্তারের সঙ্গে ২০১৯ সালে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় কান্দনিয়া বড়ভিটার মো. ইব্রাহিমের (৩৪)। বিয়ের কিছুদিন পর ইব্রাহিম সৌদি আরবে ফিরে যান। সেখানে কর্মরত থাকা অবস্থায় স্ত্রীকে তার কাছে নিয়ে যান এবং ছয় মাস একসঙ্গে সংসার করেন। এ সময় আসমা অন্তঃসত্ত্বা হন।

অভিযোগে আসমা দাবি করেন, সৌদিতে অবস্থানকালে তার স্বামী জামালপুরের এক নারী প্রবাসীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে আসমা প্রতিবাদ করলে শুরু হয় নির্যাতন। একপর্যায়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পর শ্বশুর-শাশুড়ি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। এরপর গর্ভপাতের মতো ভয়াবহ পরিণতির শিকার হন আসমা।

ভুক্তভোগীর দাবি, পরে প্রবাসে থাকা স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন বলেও তিনি জানতে পারেন। সর্বশেষ গত ১২ মার্চ দুপুরে শ্বশুরবাড়িতে থাকাকালে আসমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর ও স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যাওয়ার সময় হুমকি দিয়ে জানানো হয়, তিনি আবার বাড়িতে ফিরলে প্রাণনাশ করা হবে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রতিবেশীদের কেউ কেউ ঘটনার সত্যতা স্বীকার করলেও হুমকির কারণে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না বলে জানা গেছে। বিচার পাওয়ার আশায় বর্তমানে আসমা আক্তার পিত্রালয়ে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় প্রবাসীর পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও গৃহচ্যুতি, থানায় অভিযোেগ

আপডেট সময় : ০২:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দনিয়া বড়ভিটা গ্রামে প্রবাসে অবস্থানরত স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অমানবিক নির্যাতনের পর গর্ভের সন্তান হারিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আসমা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের রহিম মিয়ার মেয়ে আসমা আক্তারের সঙ্গে ২০১৯ সালে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় কান্দনিয়া বড়ভিটার মো. ইব্রাহিমের (৩৪)। বিয়ের কিছুদিন পর ইব্রাহিম সৌদি আরবে ফিরে যান। সেখানে কর্মরত থাকা অবস্থায় স্ত্রীকে তার কাছে নিয়ে যান এবং ছয় মাস একসঙ্গে সংসার করেন। এ সময় আসমা অন্তঃসত্ত্বা হন।

অভিযোগে আসমা দাবি করেন, সৌদিতে অবস্থানকালে তার স্বামী জামালপুরের এক নারী প্রবাসীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে আসমা প্রতিবাদ করলে শুরু হয় নির্যাতন। একপর্যায়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পর শ্বশুর-শাশুড়ি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। এরপর গর্ভপাতের মতো ভয়াবহ পরিণতির শিকার হন আসমা।

ভুক্তভোগীর দাবি, পরে প্রবাসে থাকা স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন বলেও তিনি জানতে পারেন। সর্বশেষ গত ১২ মার্চ দুপুরে শ্বশুরবাড়িতে থাকাকালে আসমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর ও স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যাওয়ার সময় হুমকি দিয়ে জানানো হয়, তিনি আবার বাড়িতে ফিরলে প্রাণনাশ করা হবে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রতিবেশীদের কেউ কেউ ঘটনার সত্যতা স্বীকার করলেও হুমকির কারণে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না বলে জানা গেছে। বিচার পাওয়ার আশায় বর্তমানে আসমা আক্তার পিত্রালয়ে অবস্থান করছেন।