ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে ইউপি সদস্যকে গণপিটুনি ও মিথ্যে মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১৮৮ বার পড়া হয়েছে

কামরুল হাসান রুবেল, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার আলতাফ হোসেন আজাদকে গণপিটুনি দিয়ে মিথ্যে মামলা সাজিয়ে ও বাড়ির অন্য সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন আজাদকে নির্দোষ দাবি করেন তার মা সাবেক রামপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত মহিলা মেম্বার উম্মে কুলসুম সেতারা ও ভুক্তভোগীর স্ত্রী বিবি কুলসুম আক্তার লিপি বোন জোবাইদা খানম রেহানা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন,চৌধুরী আলম পরিবারের সাথে আমাদের জায়গা জমির বিরোধে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও চৌধুরী আলমের পক্ষে গত ৩০ জুন সোমবার সকালে পাশের ইউনিয়নের আব্দুল হাই মেম্বার ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল করতে আসলে আমার ছেলে প্রথমে ফেসবুকে একটি লাইভ প্রচার করে পরে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান বলে প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে এবং দফায় দফায় তার উপর হামলার কথা শুনে তার স্ত্রী ও বোন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বিভিন্নভাবে আহত করে, এ সময় আব্দুল হাই মেম্বারের ভাই জাহাঙ্গীরের লাঠির আঘাতে আব্দুল হাই মেম্বার নিজেই আহত হয়, এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যে অপবাদ দিয়ে আহত অবস্থায় কোন মামলা না থাকা সত্ত্বেও পুলিশের হাতে তুলে দেয় আমার ছেলেকে।

ভুক্তভোগীর মা ছেলের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করে বলেন, আমার ছেলে কখনো কারো কোন ক্ষতি করেনি, কারো গায়েও হাত তুলেনি,কখনো কাউকে আঘাতও করেনি। ৫ই আগস্টের পর অধিকাংশ মেম্বার পালিয়ে গেলেও আমার ছেলে এলাকায় ছিল,কারণ সে কারো কোন ক্ষতি করেনি এবং তাকেও কখনো কেউ কিছুই বলেনি।

গুরুতর অসুস্থ ছেলেকে কোন প্রকার চিকিৎসা না দিয়ে থানায় ২৪ ঘন্টা আটক রেখে মিথ্যে মামলা সাজিয়ে গ্রেফতার দেখানো এবং বাড়িতে হুমকি-ধমকি ও ককটেল ছোড়ার বিষয়ে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগের মা উম্মে কুলসুম সেতারা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজি মোঃ ফৌজুল আজিম বলেন,মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আদালতে পেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জে ইউপি সদস্যকে গণপিটুনি ও মিথ্যে মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কামরুল হাসান রুবেল, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার আলতাফ হোসেন আজাদকে গণপিটুনি দিয়ে মিথ্যে মামলা সাজিয়ে ও বাড়ির অন্য সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন আজাদকে নির্দোষ দাবি করেন তার মা সাবেক রামপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত মহিলা মেম্বার উম্মে কুলসুম সেতারা ও ভুক্তভোগীর স্ত্রী বিবি কুলসুম আক্তার লিপি বোন জোবাইদা খানম রেহানা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন,চৌধুরী আলম পরিবারের সাথে আমাদের জায়গা জমির বিরোধে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও চৌধুরী আলমের পক্ষে গত ৩০ জুন সোমবার সকালে পাশের ইউনিয়নের আব্দুল হাই মেম্বার ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল করতে আসলে আমার ছেলে প্রথমে ফেসবুকে একটি লাইভ প্রচার করে পরে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান বলে প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে এবং দফায় দফায় তার উপর হামলার কথা শুনে তার স্ত্রী ও বোন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বিভিন্নভাবে আহত করে, এ সময় আব্দুল হাই মেম্বারের ভাই জাহাঙ্গীরের লাঠির আঘাতে আব্দুল হাই মেম্বার নিজেই আহত হয়, এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যে অপবাদ দিয়ে আহত অবস্থায় কোন মামলা না থাকা সত্ত্বেও পুলিশের হাতে তুলে দেয় আমার ছেলেকে।

ভুক্তভোগীর মা ছেলের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করে বলেন, আমার ছেলে কখনো কারো কোন ক্ষতি করেনি, কারো গায়েও হাত তুলেনি,কখনো কাউকে আঘাতও করেনি। ৫ই আগস্টের পর অধিকাংশ মেম্বার পালিয়ে গেলেও আমার ছেলে এলাকায় ছিল,কারণ সে কারো কোন ক্ষতি করেনি এবং তাকেও কখনো কেউ কিছুই বলেনি।

গুরুতর অসুস্থ ছেলেকে কোন প্রকার চিকিৎসা না দিয়ে থানায় ২৪ ঘন্টা আটক রেখে মিথ্যে মামলা সাজিয়ে গ্রেফতার দেখানো এবং বাড়িতে হুমকি-ধমকি ও ককটেল ছোড়ার বিষয়ে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগের মা উম্মে কুলসুম সেতারা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজি মোঃ ফৌজুল আজিম বলেন,মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আদালতে পেরন করা হয়েছে।