কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার

- আপডেট সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১১৬ বার পড়া হয়েছে
আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা। গত রবিবার(১৩ জুলাই) আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় এই সিনিয়র সহকারী পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।
এ সময় কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা করিমগঞ্জ সার্কেলে যোগদানের পর কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা ও কল্যাণ সভায় সার্বিক কাজের মূল্যায়ন স্বরূপ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।
এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা জানান, করিমগঞ্জ ও তাড়াইল থানার ওসি, পুলিশ পরিদর্শকসহ সকল অফিসারদের পেশাদারিত্ব ও জনগণের সেবায় নিরলস পরিশ্রমের কারণে এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। কিশোরগঞ্জ জেলার সুযোগ্য (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) মুকিত সরকার স্যার আমাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করায় স্যারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া অপরাধ দমনে করিমগঞ্জ ও তাড়াইলবাসী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা কামনা করি।