শেরপুরে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
মাসুম বিল্লাহ, শেরপুর
বগুড়ার শেরপুরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়াবটতলা গ্রামে সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্ত করে এ সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নাছিমা, শেরপুর উপজেলা যুব নেতা মুজাহিদুল পারভেজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ হেল কাফি, সমন্বয়ক জাহিদ হাসান, জিন্নাহ, জুলাই যোদ্ধা ফরহাদ প্রমুখ।