ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৪১ বার পড়া হয়েছে

এইচএম আলামিন, ভোলা সদর

১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার’ এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার সকালে উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ লালমোহন উপজেলা শাখা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন করতে হলে শিক্ষকদেরও উন্নয়ন করতে হবে। তাহলেই শিক্ষকরা আদর্শ এবং সুশিক্ষিত জাতি গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারবেন। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

লালমোহন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর স্বরবর্ণের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনটির সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন, গোপাল বিশ্বাস, মো. আব্বাস উদ্দিন, মো. আলাউদ্দিন এবং আইয়ুব খাঁনসহ আরো অনেকে।

এছাড়া অনুষ্ঠিত মানববন্ধনে লালমোহন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত পাঁচশত সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

এইচএম আলামিন, ভোলা সদর

১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার’ এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার সকালে উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ লালমোহন উপজেলা শাখা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন করতে হলে শিক্ষকদেরও উন্নয়ন করতে হবে। তাহলেই শিক্ষকরা আদর্শ এবং সুশিক্ষিত জাতি গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারবেন। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

লালমোহন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর স্বরবর্ণের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনটির সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন, গোপাল বিশ্বাস, মো. আব্বাস উদ্দিন, মো. আলাউদ্দিন এবং আইয়ুব খাঁনসহ আরো অনেকে।

এছাড়া অনুষ্ঠিত মানববন্ধনে লালমোহন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত পাঁচশত সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।