বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

ফিনল্যান্ড গিয়ে জয়ে ফিরলো ইংল্যান্ড

ফিনল্যান্ড গিয়ে জয়ে ফিরলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ফিনল্যান্ডের মাঠে শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে নেন জ্যাক গ্রিলিশ। পরে গোলের দেখা পান ট্রেন্ট অ্যালেকজান্ডার আরনল্ড ও ডেকলান রাইস।

গতকাল রাতে নেশন্স লিগের ম্যাচে ফিনল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে গ্রিলিশের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আরনল্ড। শেষদিকে ফিনল্যান্ডের জালে আরও একটি গোল দেন রাইস। এরপর স্বাগতিকদের ব্যবধান কমান আর্তু হসকনেন। গ্রুপ বি-২ এ এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ইংল্যান্ড। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস। ফিনল্যান্ড চার ম্যাচের সবগুলোতেই পরাজয়। ফলে কোনো পয়েন্ট নেই তাদের।

ম্যাচের পর আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশ বলেন, ‘আমার মনে হয়, আমাদের আরও অনেকগুলো গোল পাওয়া উচিৎ ছিল। বিশেষ করে শেষ মুহূর্তে। কারণ, তখন ম্যাচ অনেক ওপেন হয়ে গিয়েছিলো।’ তিনি আরও বলেন, ‘প্রথমার্ধে খেলাটা একটু কঠিনই ছিল আমাদের জন্য। তবুও আমরা প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েছিলাম। এরপরই আমরা ম্যাচে প্রাধান্য বিস্তার করতে সক্ষম হই ।’

ম্যাচের ১৮তম মিনিটে গোলের সূচনা করেন জ্যাক গ্রিলিশ। যখন অ্যাঞ্জেল গোমেজ দারুণ একটি বুদ্ধিদীপ্ত পাস দেন গ্রিলিশকে। তিনি দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন। এরপর ৭৪তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে ফিনল্যান্ডের জালে বল জড়ান অ্যালেকজান্ডার আরনল্ড। এর ১০ মিনিট পর পরবর্তিত খেলোয়াড় ওলি ওয়াটকিন্সের ক্রস থেকে বল পেয়ে ফিনল্যান্ডের জালে আলতো শটে জড়িয়ে দেন ডেকলান রাইস ‘

চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের দুইয়ে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে গ্রিস। চার ম্যাচেই হেরে তলানিতে ফিনল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়