ময়মনসিংহে রূপালী বাংলাদেশ পত্রিকার উদ্বোধনী সংখ্যা উপলক্ষে আলোচনা সভা

- আপডেট সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১০২ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উদ্বোধনী সংখ্যা উপলক্ষে রবিবার (২০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা হয়েছে। এর আগে এক বিশাল শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে পুনরায় ক্লাবে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশরাফুর রহমান। ক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার আজিজুল ইসলাম, দৈনিক যুগাকন্তর ময়মনসিংহ ব্যুরো চীফ আতাউল করিম খোকন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহম্মদ, মীর গোলাম মোস্তফা, দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও এটিএন বাংলার ময়মনসিংহ প্রতিনিধি শাহ্ আলম উজ্জ্বল, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান রুবেল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান ফারুক আহমেদ। এ সময় উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।