দেশের আট জেলায় নতুন ডিসি

- আপডেট সময় : ০৭:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ১২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রায় দেড় মাস ফাঁকা থাকার পর দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জেলাগুলো হলো জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।
আরও পড়ুন
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা
রমজান উপলক্ষে যেসব পণ্য আমদানির অনুমোদন
এ ছাড়াও কুষ্টিয়া জেলায় অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে, দিনাজপুর জেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে, শরীয়তপুর জেলায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে এবং নাটোর জেলায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মিজ আসমা শাহীনকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।