ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৮২ বার পড়া হয়েছে

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা। উপজেলা প্রশাসন ও মঠবাড়িয়া সমবায় বিভাগের যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।

শনিবার (২রা নভেম্বর) সকাল ১০ টায় প্রথমে উপজেলা পরিষদের চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মাখনলাল দাস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় দায়িত্বপ্রাপ্ত অফিসার সহকারী পরিদর্শক মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ূম, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, এছাড়া মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর পরিচালক মো. সুলতান আহম্মেদ, সমবায়ীদের মধ্য থেকে বাবুল মেকার, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু বক্তব্য রাখেন।

আরও পড়ুন

মদনে যৌথ বাহিনীর অভিযান, ২৪৩ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৫৫তম বর্ষে পদার্পন করলো তারাচাঁদ দত্ত স্ট্রিট স্টুডেন্ট ওয়েলফেয়ার

কাউনিয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

এসময় বক্তারা বলেন, সমবায় খাত দেশের পাশাপাশি মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯০৪ সালে সমবায় আইন অনুসারে মঠবাড়িয়ায় ১৯২৬ সালে সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০৪:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা। উপজেলা প্রশাসন ও মঠবাড়িয়া সমবায় বিভাগের যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।

শনিবার (২রা নভেম্বর) সকাল ১০ টায় প্রথমে উপজেলা পরিষদের চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মাখনলাল দাস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় দায়িত্বপ্রাপ্ত অফিসার সহকারী পরিদর্শক মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ূম, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, এছাড়া মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর পরিচালক মো. সুলতান আহম্মেদ, সমবায়ীদের মধ্য থেকে বাবুল মেকার, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু বক্তব্য রাখেন।

আরও পড়ুন

মদনে যৌথ বাহিনীর অভিযান, ২৪৩ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৫৫তম বর্ষে পদার্পন করলো তারাচাঁদ দত্ত স্ট্রিট স্টুডেন্ট ওয়েলফেয়ার

কাউনিয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

এসময় বক্তারা বলেন, সমবায় খাত দেশের পাশাপাশি মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯০৪ সালে সমবায় আইন অনুসারে মঠবাড়িয়ায় ১৯২৬ সালে সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।