রাজশাহীতে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৭৯ বার পড়া হয়েছে
রাজশাহী সদর, প্রতিনিধি
রাজশাহী মহানগরীর মহাবিদ্যালয়ের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) সকালে মহানগরীর মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তরফদার মো. আক্তার জামীল।
এসময় মহান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবিনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহানগর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ফারিজা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ।
আরও পড়ুন
নওগাঁয় ভটভটি উল্টে নিহত ১, আহত ৩
নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধর মরদেহ উদ্ধার
লালমনিরহাটে নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সিনিয়র প্রভাষক জিনাত সুলতানার সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- দ্বাদশ শ্রেণির ছাত্র মো. রায়হান হোসেন এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. শিবলী আবু ওবায়দুল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।