রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

- আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৮২ বার পড়া হয়েছে
শাওন গাজী, রূপগঞ্জ
নারাণয়গঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ভাড়া বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে । গতকাল ১২নভেম্বর মঙ্গলবার ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এবং প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। হামলাকারীরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার খাদুন মৌজাস্থিত এসএ -৬১৮ ও আরএস-৯৫৪নং দাগের ৭ দশমিক ৬১ শতাংশ জমি নিয়ে খাদুন গ্রামের জাহাঙ্গীর কবির ভুঁইয়ার সঙ্গে একই গ্রামের জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধানের সঙ্গে বিরোধ চলে আসছিলো।
এ ঘটনায় আলমগীর প্রধান ও তার সহযোগী আওয়ামীলীগ নেতাকর্মীরা ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গতকাল মঙ্গলবার ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, দা-ছুরি, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
হামলাকারীরা জাহাঙ্গীর কবিরকে বেদম প্রহার করে নগদ টাকা, স্বর্ণের চেইন, মোবাইলফোনসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে ব্যবসায়ীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন-
- ভাঙ্গায় নবাগত ইউএনও মিজানুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
- ত্রিশালে কসমেটিকস্ কারখানায় অভিযান ও জরিমানা
- বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
এ ব্যাপারে ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাদী হয়ে তারাবো পৌরসভার খাদুন গ্রামের মোঃ জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধান(৪২), তানভীর হাসান মিলনকে(৩৯) নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।