বজ্রপাত নিরোধনে সড়কের দুই পাশে তালগাছ রোপন

- আপডেট সময় : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
পাবনা সংবাদদাতা
প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে ঝড়, বৃষ্টি, খড়া, সাইক্লোন, জলোচ্ছ্বাস, এদেশের নিত্যসঙ্গি। এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তাই বজ্রপাত নিরোধনে সড়কের দুই পাশে ৫০০ তালগাছ রোপন করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সংযোগ সড়কের দুইপাশে ৫০০ টি তাল গাছের চারা রোপনের মাধ্যমে সারাদেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচী সূচনা করেন তারা। সড়কের দুইপাশে তালগাছের চারা রোপণ কর্মসূচী উদ্বোধন করেন, চাটমোহর সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, পাবনা স্কয়ার প্রতিনিধি জেনারেল ম্যানেজার এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশন জয়ন্ত দত্ত গুপ্ত, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. জিল্লুর রহমান, জোনাল সেলস ম্যানেজার মো. রেজাউল করিম ও ফিল্ড ম্যানেজার মো. মুরাদ হোসেন সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।
পরে কুঠিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও গৌড়মতি আমের চারা বিতরণ করা হয়।