ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে যাত্রীর ব্যাগ থেকে অর্থ লোপাটের ঘটনায় আটক ৫

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঢাকা থেকে ভারতের চেন্নাইগামী একটি ফ্লাইটে যাত্রীর ব্যাগ থেকে হারানো অর্থ উদ্ধারে ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। এর সঙ্গে জড়িত থাকায় বিমানের পাঁচ কর্মীকে ইতিমধ্যে থানায় সোপর্দ করেছে তারা।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ আগস্ট বিমানের এক যাত্রী চেন্নাই যান। সেখানে পৌঁছানোর পর ব্যাগে রাখা বিদেশি মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। এরপর বিমানের নিরাপত্তা বিভাগ বিষয়টি তদন্ত করে ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় মামলা করে বিমান কর্তৃপক্ষ। চুরির সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পলাতক।

আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি যাত্রীদের ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকাপয়সা ও অলংকার পরিবহনে নিরুৎসাহিত করে এসব সামগ্রী চেকড ব্যাগেজে বহন না করে নিজের হাতে থাকা ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে যাত্রীর ব্যাগ থেকে অর্থ লোপাটের ঘটনায় আটক ৫

আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার:

ঢাকা থেকে ভারতের চেন্নাইগামী একটি ফ্লাইটে যাত্রীর ব্যাগ থেকে হারানো অর্থ উদ্ধারে ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। এর সঙ্গে জড়িত থাকায় বিমানের পাঁচ কর্মীকে ইতিমধ্যে থানায় সোপর্দ করেছে তারা।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ আগস্ট বিমানের এক যাত্রী চেন্নাই যান। সেখানে পৌঁছানোর পর ব্যাগে রাখা বিদেশি মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। এরপর বিমানের নিরাপত্তা বিভাগ বিষয়টি তদন্ত করে ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় মামলা করে বিমান কর্তৃপক্ষ। চুরির সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পলাতক।

আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি যাত্রীদের ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকাপয়সা ও অলংকার পরিবহনে নিরুৎসাহিত করে এসব সামগ্রী চেকড ব্যাগেজে বহন না করে নিজের হাতে থাকা ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানিয়েছে।