ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে স্বামীকে মৃত দেখিয়ে হাসিনার নামে মামলা, স্ত্রী আটক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়। এ সময় রুহুল আমিন ও শফিকুল নামের দুই যুবককেও আটক করা হয়।

গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী মো. আল আমিন মিয়াকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন।

এ ব্যাপারে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে এ সকল তথ্য গণমাধ্যমে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্র আন্দোলনে স্বামীকে মৃত দেখিয়ে হাসিনার নামে মামলা, স্ত্রী আটক

আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নিজস্ব সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়। এ সময় রুহুল আমিন ও শফিকুল নামের দুই যুবককেও আটক করা হয়।

গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী মো. আল আমিন মিয়াকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন।

এ ব্যাপারে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে এ সকল তথ্য গণমাধ্যমে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।