ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৪:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৭২ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য, অধ্যাপক (অব.) আবু জাফর মঈন সিদ্দিকী’র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ভাঙ্গুড়া প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মরুহুম আবু জাফর মঈন সিদ্দিকী’র মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন আবু জাফর মঈন সিদ্দিকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।