শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
হাবিবুর রহমান, মদন প্রতিনিধি
সারাদেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় জাতীয়তাবাদী বিএনপি’ যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও দুপুরে র্যালি ও আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটিকে উদযাপন করেন উপজেলার দলীয় নেতৃবৃন্দরা।
উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকুন্দ,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসূল রুবেলের সভাপতিত্বে ও পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক আল-আমিন।
আরও পড়ুন:
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি এইচএম পিপুল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন রুশানলে পরে কারাবরণ করা নেত্রকোনার ভাটি বাংলা নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানান নেতৃবৃন্দরা।