ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ মাছ ব্যবসায়ী নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

ছাত্র আন্দোলন দমনে অর্থায়নকারী সিরাজ চেয়ারম্যান গ্রেপ্তার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নকারী এবং নিরীহ ছাত্র হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি জানান, গত জুলাই থেকে দেশে শুরু হওয়া কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্রুত গণআন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই আন্দোলন চলাকালে কিছু সংগঠনের সদস্যরা অস্ত্র নিয়ে ছাত্রদের উপর আক্রমণ চালায়। এর মধ্যে গত ৫ আগস্ট বংশাল এলাকায় আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালানো হয়। বিভিন্ন অস্ত্র ও ককটেল নিয়ে নিরস্ত্র ছাত্রদের উপর অমানবিক আক্রমণ চালানো হয়।

তাপস কর্মকার জানান, এই হামলার অর্থায়নে জড়িত ছিলেন বংশালের বাদামতলী ফল ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যান। এ ঘটনায় নিরীহ ছাত্র হত্যার অভিযোগে ভুক্তভোগী পরিবার বংশাল থানায় সিরাজসহ শতাধিক আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। বৃহস্পতিবার রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর সিদ্দিক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সিরাজ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ উক্ত ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। জানা গেছে, বংশাল ও সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র‍্যারের এএসপি তাপস কর্মকার জানান, সিরাজ চেয়ারম্যানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্র আন্দোলন দমনে অর্থায়নকারী সিরাজ চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নকারী এবং নিরীহ ছাত্র হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি জানান, গত জুলাই থেকে দেশে শুরু হওয়া কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্রুত গণআন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই আন্দোলন চলাকালে কিছু সংগঠনের সদস্যরা অস্ত্র নিয়ে ছাত্রদের উপর আক্রমণ চালায়। এর মধ্যে গত ৫ আগস্ট বংশাল এলাকায় আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালানো হয়। বিভিন্ন অস্ত্র ও ককটেল নিয়ে নিরস্ত্র ছাত্রদের উপর অমানবিক আক্রমণ চালানো হয়।

তাপস কর্মকার জানান, এই হামলার অর্থায়নে জড়িত ছিলেন বংশালের বাদামতলী ফল ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যান। এ ঘটনায় নিরীহ ছাত্র হত্যার অভিযোগে ভুক্তভোগী পরিবার বংশাল থানায় সিরাজসহ শতাধিক আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। বৃহস্পতিবার রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর সিদ্দিক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সিরাজ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ উক্ত ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। জানা গেছে, বংশাল ও সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র‍্যারের এএসপি তাপস কর্মকার জানান, সিরাজ চেয়ারম্যানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।