ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ১০৩ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
ঢাকা মহানগরের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হয়েছেন মো. সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান লিপকন।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি করা হয়েছে শামীম মাহমুদকে, আব্দুর রহিম ভূঁইয়াকে করা হয়েছে সাধারণ সম্পাদক। ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি পদ পেয়েছেন মো. সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার।
আর ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি করা হয়েছে মো. রবিন খানকে, সাধারণ সম্পাদক করা হয়েছে আকরাম আহমেদকে।