ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ১২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইনস্থ শহীদ ছালাম সভাকক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)।
উক্ত সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। উক্ত সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শৈলেন চাকমা, ফরিদপুর (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, ফরিদপুর (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সগণ।