ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়: রিজভী

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার ঘটনার তিন দিন পার হলেও মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ঘটনার রাতে হামলাকারী দুজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তিন দিন পার হলেও অন্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত মূলহোতাদের গ্রেফতার করা না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশীদ, কার্যকরী সভাপতি আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুল হাসান সুজন, জেলা আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা প্রমুখ।

গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় শহরের মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপর হামলা চালায় ৪/৫ ব্যক্তি। বিষয়টি দেখতে পেয়ে রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করলে ধারালো অস্ত্র রামদার আঘাতে আহত হয়। এরপরই মরিচের গুড়া ছিটিয়ে দৌড়ে পালানোর সময় শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখের ছেলে রিপন শেখ ও রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় গত ৩০ জানুয়ারি রাতেই বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী বাদী হয়ে ৮ জনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার ঘটনার তিন দিন পার হলেও মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ঘটনার রাতে হামলাকারী দুজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তিন দিন পার হলেও অন্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত মূলহোতাদের গ্রেফতার করা না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশীদ, কার্যকরী সভাপতি আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুল হাসান সুজন, জেলা আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা প্রমুখ।

গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় শহরের মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপর হামলা চালায় ৪/৫ ব্যক্তি। বিষয়টি দেখতে পেয়ে রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করলে ধারালো অস্ত্র রামদার আঘাতে আহত হয়। এরপরই মরিচের গুড়া ছিটিয়ে দৌড়ে পালানোর সময় শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখের ছেলে রিপন শেখ ও রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় গত ৩০ জানুয়ারি রাতেই বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী বাদী হয়ে ৮ জনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।