সংবাদ শিরোনাম ::
মুক্তাগাছায় ছাত্রদলের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১৪৬ বার পড়া হয়েছে
মুক্তাগাছা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের এ.বি.এম তরিকুল ইসলাম ও রাজিব আহমেদ এর আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তাগাছা মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় ছয়শতাধিক মানুষকে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা করার সুযোগ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। উপস্থিত সেবা নিতে আসা মর্জিনা বেগম জানায়, এ ধরণের কর্মকান্ডে অসহায় পরিবারের মুখে হাসি ফোটাবে। সমাজে এই ধরণের কর্মসূচি হলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব।
উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা (SRM) ও সামাজিক সম্প্রীতি সেবা সংস্থা (মনিরামবাড়ী)।