ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাংরী দোকান করেই ৮৪বছর বয়সী গোলাম মোস্তফার ওমরাহ্ হজ পালন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৬৫ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন মুলকান গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা (৮৪)ছোট খাটো ভাংরী ফেরি দোকান করেই ২০২৪সালে উমরাহ হজ্জ পালন করে নজীর বিহীন উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এলাকায়।

তার সাথে কথা হলে তিনি জানান, আমার স্ত্রী অনেক আগেই মারা গেছে ছোট একটি ঝুপরি ঘরের মধ্যে বসবাস, দুই মেয়েকে বিয়ে দিয়েছি নিজের কোন অর্থ সম্বল নেই প্রতিনিয়ত ব্যবসার একটি একটি করে টাকা জমা করে নিজ অর্থে এই ৮৪বছর বয়সে উমরাহ হজ্জ পালন করেছি উপজেলা প্রসাশন কিংবা ইউনিয়ন পর্যায়ে কোন সুযোগ সুবিধা আমি পাইনি, জীবনের তাগিদে আজও সকাল থেকে শুরু করে এই বয়সে আমি প্রচন্ড শীত অপেক্ষা করে সকাল হতে সন্ধ্যা অবধি ফেরি করে জীবন যুদ্ধে লড়াই করে চলছি, যেদিন আয় রোজকার হয় সেদিন পেটে ভাত জুটে আর ইনকাম না থাকলে উপস থাকতে হয়, বর্তমান দেখভাল আমার এক মেয়ে করছে তার অবস্থা তেমন ভালো নয়।

তারপর ও জীবন যুদ্ধে শেষ বয়সে আমার আরেক বার শেষ ইচ্ছে আমি যেন আরেক বার হজ্জে যেতে পারি এবং হাসতে হাসতে মরতে পারি। তিনি জানান উপর মহল এবং উপজেলা প্রশাসন হতে আমাকে যেন কিছু আর্থিক ভাবে সাহায্য সহযোগীতা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ভাংরী দোকান করেই ৮৪বছর বয়সী গোলাম মোস্তফার ওমরাহ্ হজ পালন

আপডেট সময় : ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন মুলকান গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা (৮৪)ছোট খাটো ভাংরী ফেরি দোকান করেই ২০২৪সালে উমরাহ হজ্জ পালন করে নজীর বিহীন উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এলাকায়।

তার সাথে কথা হলে তিনি জানান, আমার স্ত্রী অনেক আগেই মারা গেছে ছোট একটি ঝুপরি ঘরের মধ্যে বসবাস, দুই মেয়েকে বিয়ে দিয়েছি নিজের কোন অর্থ সম্বল নেই প্রতিনিয়ত ব্যবসার একটি একটি করে টাকা জমা করে নিজ অর্থে এই ৮৪বছর বয়সে উমরাহ হজ্জ পালন করেছি উপজেলা প্রসাশন কিংবা ইউনিয়ন পর্যায়ে কোন সুযোগ সুবিধা আমি পাইনি, জীবনের তাগিদে আজও সকাল থেকে শুরু করে এই বয়সে আমি প্রচন্ড শীত অপেক্ষা করে সকাল হতে সন্ধ্যা অবধি ফেরি করে জীবন যুদ্ধে লড়াই করে চলছি, যেদিন আয় রোজকার হয় সেদিন পেটে ভাত জুটে আর ইনকাম না থাকলে উপস থাকতে হয়, বর্তমান দেখভাল আমার এক মেয়ে করছে তার অবস্থা তেমন ভালো নয়।

তারপর ও জীবন যুদ্ধে শেষ বয়সে আমার আরেক বার শেষ ইচ্ছে আমি যেন আরেক বার হজ্জে যেতে পারি এবং হাসতে হাসতে মরতে পারি। তিনি জানান উপর মহল এবং উপজেলা প্রশাসন হতে আমাকে যেন কিছু আর্থিক ভাবে সাহায্য সহযোগীতা প্রদান করা হয়।