ত্রিশাল থানা পুলিশের অভিযানে ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ৪

- আপডেট সময় : ০৭:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪২৯ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ত্রিশাল উপজেলা যুবলীগের সদস্য মো. উজ্জ্বল মিয়া ওরফে উজ্জল কসাইসহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ জানায়, সোমবার ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেনটিভ গ্রেফতার ১ জন, নিয়মিত মামলায় ২ জন, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ১ জন কে গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, বিশেষ অভিযানে ত্রিশাল উপজেলা যুবলীগের সদস্য মোঃ উজ্জল কে রাতে উপজেলার পাঁচপাড়া তোতার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও হাওয়া বেগম (২৪), আশরাফুল ইসলাম (২৮), মোঃ সোহেল মিয়াকে বানিয়া ধলা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার যেকোন বিষয়ে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান জানান ওসি।