জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

- আপডেট সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১১৮ বার পড়া হয়েছে
মাসুম মিয়া, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৮৮ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বেশ কিছু স্থাপনা যেমন- বঙ্গবন্ধু স্কোয়ারের নতুন নাম জুলাই স্কোয়ার, শেখ রাসেল খেলার মাঠ থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, শেখ রাসেল শিশু পার্ক থেকে বুলবুল শিশু পার্ক, দুই আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে যথাক্রমে বিদ্রোহী হল ও শিউলিমালা হল নামকরন করা হয়েছে এবং সকল বঙ্গবন্ধু স্কোয়ারের নাম এখন থেকে নজরুল স্কোয়ার।
- নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন
- ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা গ্রহণ
- বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, একজন গুলিবিদ্ধ
জুলাই আন্দোলন এবং আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি জানাচ্ছিলেন। এই বিষয়ে বেশ কয়েকবার আন্দোলনে নেমেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।
সিন্ডিকেট সভার নাম পরিবর্তনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীগণ।
প্রলয়/মোমিন তালুকদার