মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সর্বত্র বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ ব্যবস্থা বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, একজন গুলিবিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতায় একদিনের মধ্যেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ : ভিডিও চিত্র ধারণ লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার শেরপুরে কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার পটুয়াখালীতে গভীর রাতে ফলজ বাগান ও ফসলি জমি কেঁটে ঘেড় খননের চেষ্টা পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল ও আব্দুল মান্নান সাময়িক বরখাস্থ বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

মাসুম মিয়া, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবন- এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ১৭ মার্চ ২০২৫ তারিখ সোমবার দুপুরে ভবনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ‘ভবনটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। কলা ভবনটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা বাড়বে এবং একাডেমিক কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।’

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, দোলন-চাঁপা হলের প্রভোস্ট লাইলী আক্তার, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কলা ভবন উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মো. আনোয়ার হোসেন।

উল্লেখ্য দশ তলা ভীতের উপর দশতলা বিশিষ্ট নবনির্মিত কলা ভবন একটি দৃষ্টিনন্দন ভবন। কলা ভবনটিতে প্রতি ফ্লোরে পাঁচটি করে ক্লাসরুম রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনের কাজ সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়