ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানইউর জয়ে ফেরার দিনে গোলখরা কাটালেন র‌্যাশফোর্ড

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৭ বার পড়া হয়েছে

র‌্যাশফোর্ডের গোল উদযাপন

স্পোর্টস ডেস্ক

নতুন চুক্তি ম্যাথিস ডি লিট ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম গোল করলেন। মার্চের পর প্রথমবার জাল কাঁপালেন মার্কাস র‌্যাশফোর্ড।

টানা দুই হারের পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেলো ম্যানইউ। মৌসুমের প্রথম তিন ম্যাচে হতাশার পাল্লা ভারি হলেও শনিবার ৩-০ গোলের দারুণ জয় পেলো এরিক টেন হ্যাগের দল। জয় দিয়ে শুরু করলেও ম্যানইউ টানা দুই হারে টেবিলের ১৪তম স্থানে থেকে সাউদাম্পটনের মাঠে নেমেছিল। চার ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে এখন তারা সাতে। এই মৌসুমে লিগে নতুন করে উন্নীত সাউদাম্পটনের পাশে কোনও পয়েন্ট নেই।

সাউদাম্পটন শুরুতে দাপট দেখিয়েছিল। ৩৪তম মিনিটে সুবর্ণ সুযোগও তারা পেয়েছিল। কিন্তু ক্যামেরন আর্চারের দুর্বল পেনাল্টি শট ঠেকিয়ে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা তাদের হতাশায় ভাসান। এক মিনিট পরই সেন্ট মেরি স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের ব্যথিত করে জাল কাঁপান ডি লিট। ব্রুনো ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে হেড করেন তিনি।

১৩ ম্যাচ গোলহীন থাকা র‌্যাশফোর্ড তার খরা কাটান বিরতির ঠিক আগে। ৪৫তম মিনিটে ১৮ গজ বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৯তম মিনিটে ডিফেন্ডার জ্যাক স্টিফেন্সকে মাঠ ছাড়তে হয়। আলেহান্দ্রো গারনাচোকে কঠিন ট্যাকেল করে লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের সাউদাম্পটনকে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে তৃতীয় গোল দেন গারনাচো।

নিউজটি শেয়ার করুন

ম্যানইউর জয়ে ফেরার দিনে গোলখরা কাটালেন র‌্যাশফোর্ড

আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক

নতুন চুক্তি ম্যাথিস ডি লিট ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম গোল করলেন। মার্চের পর প্রথমবার জাল কাঁপালেন মার্কাস র‌্যাশফোর্ড।

টানা দুই হারের পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেলো ম্যানইউ। মৌসুমের প্রথম তিন ম্যাচে হতাশার পাল্লা ভারি হলেও শনিবার ৩-০ গোলের দারুণ জয় পেলো এরিক টেন হ্যাগের দল। জয় দিয়ে শুরু করলেও ম্যানইউ টানা দুই হারে টেবিলের ১৪তম স্থানে থেকে সাউদাম্পটনের মাঠে নেমেছিল। চার ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে এখন তারা সাতে। এই মৌসুমে লিগে নতুন করে উন্নীত সাউদাম্পটনের পাশে কোনও পয়েন্ট নেই।

সাউদাম্পটন শুরুতে দাপট দেখিয়েছিল। ৩৪তম মিনিটে সুবর্ণ সুযোগও তারা পেয়েছিল। কিন্তু ক্যামেরন আর্চারের দুর্বল পেনাল্টি শট ঠেকিয়ে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা তাদের হতাশায় ভাসান। এক মিনিট পরই সেন্ট মেরি স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের ব্যথিত করে জাল কাঁপান ডি লিট। ব্রুনো ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে হেড করেন তিনি।

১৩ ম্যাচ গোলহীন থাকা র‌্যাশফোর্ড তার খরা কাটান বিরতির ঠিক আগে। ৪৫তম মিনিটে ১৮ গজ বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৯তম মিনিটে ডিফেন্ডার জ্যাক স্টিফেন্সকে মাঠ ছাড়তে হয়। আলেহান্দ্রো গারনাচোকে কঠিন ট্যাকেল করে লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের সাউদাম্পটনকে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে তৃতীয় গোল দেন গারনাচো।