১১ চার ও ১১ ছক্কার তাণ্ডবে রেকর্ড বইয়ে নাম ইংলিশ ব্যাটারের

- আপডেট সময় : ০৪:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে এসেক্সের হয়ে ব্যাটে ঝড় তুলেছেন জর্ডান কক্স। ১১ চার ও ১১ ছক্কায় পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আর তাতেই ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি।
কুড়ি ওভারের ক্রিকেটে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী কক্স। এক্ষেত্রে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২০২৩ সালে ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল সল্টের ১১৯।
সব দেশ মিলিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কক্সের চেয়ে বড় ইনিংস আছে পাঁচটি। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ইনিংস এখানে সর্বোচ্চ।
টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে এসেক্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন কক্সের। ২০০৮ সালে একই মাঠে সাসেক্সের বিপক্ষে গ্রাহাম নেপিয়ারের ৫৮ বলে অপরাজিত ১৫২ সর্বোচ্চ।
চেমসফোর্ডে বৃহস্পতিবার হ্যাম্পশায়ারের বিপক্ষে তিন নম্বরে নেমে ১১টি করে চার ও ছক্কায় ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন কক্স। ২২১ রানের লক্ষ্য ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে তার দল এসেক্স।
রান তাড়ায় কক্স তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন দ্বিতীয় ওভারে। ২৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। সেঞ্চুরিতে পা রাখেন ৪৭ বলে। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই তরুণ ব্যাটার।
প্রলয় তাসনিম তুবা