ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

উখিয়ায় ধর্ম উপদেষ্টার হৃদয়স্পর্শী বয়ান, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ১৩০ বার পড়া হয়েছে

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

কক্সবাজারের উখিয়া সদর স্টেশন জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করলেন (১৮ এপ্রিল ২০২৫) অন্তর্র্বতী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি মসজিদে প্রবেশ করার পরপরে এক গুরুত্বপূর্ণ ও হৃদয়ছোঁয়া বয়ান প্রদান করেন।

বয়ানে বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এর আলোকে আমাদের সকলকে সৎপথে চলতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সমাজে ন্যায়, ইনসাফ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। তার বক্তব্যে উপস্থিত মুসল্লীরা গভীর মনোযোগ ও আবেগ সহকারে শ্রবণ করেন।

এই সময়ে মসজিদে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন, মীর সাজেদুল ইসলাম রোমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী।

ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে ধর্মীয় উপদেষ্টার আগমন কে স্বাগত জানালেন, উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল সেক্রেটারী ও মাওলানা সোলতান আহমেদ ও ইসলামিক অন্যান সংগঠনের নেতাকর্মীরা।

বয়ান শেষে জুমার নামাজ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হাফেজ মুফতি নিয়ামত। নামাজ শেষে উপদেষ্টা আল্লাহর দরবারে কান্নাভেজা কণ্ঠে এক আবেগময় বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে তিনি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনার পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য মুক্তি প্রার্থনা করেন এবং ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

পুরো মসজিদজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, যেখানে মুসল্লীদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ধর্ম উপদেষ্টার এই গুরুত্বপূর্ণ বয়ান ও দোয়া উখিয়ার সর্বস্তরের মানুষের মাঝে গভীর প্রভাব ফেলে এবং ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের অঙ্গীকার আরও দৃঢ় করে তোলে।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ধর্ম উপদেষ্টার হৃদয়স্পর্শী বয়ান, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম

আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

কক্সবাজারের উখিয়া সদর স্টেশন জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করলেন (১৮ এপ্রিল ২০২৫) অন্তর্র্বতী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি মসজিদে প্রবেশ করার পরপরে এক গুরুত্বপূর্ণ ও হৃদয়ছোঁয়া বয়ান প্রদান করেন।

বয়ানে বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এর আলোকে আমাদের সকলকে সৎপথে চলতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সমাজে ন্যায়, ইনসাফ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। তার বক্তব্যে উপস্থিত মুসল্লীরা গভীর মনোযোগ ও আবেগ সহকারে শ্রবণ করেন।

এই সময়ে মসজিদে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন, মীর সাজেদুল ইসলাম রোমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী।

ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে ধর্মীয় উপদেষ্টার আগমন কে স্বাগত জানালেন, উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল সেক্রেটারী ও মাওলানা সোলতান আহমেদ ও ইসলামিক অন্যান সংগঠনের নেতাকর্মীরা।

বয়ান শেষে জুমার নামাজ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হাফেজ মুফতি নিয়ামত। নামাজ শেষে উপদেষ্টা আল্লাহর দরবারে কান্নাভেজা কণ্ঠে এক আবেগময় বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে তিনি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনার পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য মুক্তি প্রার্থনা করেন এবং ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

পুরো মসজিদজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, যেখানে মুসল্লীদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ধর্ম উপদেষ্টার এই গুরুত্বপূর্ণ বয়ান ও দোয়া উখিয়ার সর্বস্তরের মানুষের মাঝে গভীর প্রভাব ফেলে এবং ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের অঙ্গীকার আরও দৃঢ় করে তোলে।