ভুল অপারেশনে স্কুল ছাত্রী তন্দ্রা’র মৃত্যুর অভিযোগ, বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১৫৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা’র অপারেশনের নামে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা’র অকাল মৃত্যুতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহ শহরের চরপাড়ায় অবস্থিত ‘এপেক্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ এ চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের গাফিলতিতে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা মৃত্যু হয়।
তাঁরা দাবি করেন, সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. কামিনী কুমার ত্রিপুরা ও ডা. মাহবুবুর রহমান দায়িত্বে অবহেলা করেছেন, যা একটি শিক্ষার্থীর প্রাণহানির কারণ হয়েছে। দোষী চিকিৎসকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। মানববন্ধনে নিহত শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশ নেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে চিকিৎসায় অবহেলার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
উল্লেখ্য, ত্রিশাল উপজেলার বীররামপুর গফাকুড়ি গ্রামের মো. গোলাপ মিয়ার কন্যা ১০ মে রাতে ময়মনসিংহ শহরের এপেক্স হসপিটালে ডাক্তার কামিনী কুমার ত্রিপুরা টনসিলের অপারেশনকালে অপ্রত্যাশিতভাবে শ্বাসনালি কেটে যায় এতে অপারেশনের টেবিলে তন্দ্রা প্রাণ হারায়।
