রামুর গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় মিলাদুন্নবী উদযাপন

- আপডেট সময় : ১২:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার রামু উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় হযরত মোহাম্মদ (সঃ) জম্ম দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ সেপ্টেম্বর গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ’র সভাপতিত্বে মাদরাসার হল রুমে পবিত্র মিলাদুন্নবী উদযাপন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নাজিম উদ্দীন সিকদার, বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগি মাষ্টার ছৈয়দ আলম।
বক্তব্য দেন প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, মওলানা নাছির উদ্দীন, দাতা প্রতিনিধি সদস্য, কৃষি উপসহকারী অফিসার জহিরুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মওলানা মোহাম্মদ আইয়ুব, মাহমুদা খানম।
ওই মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাহেদুল ইসলাম’র কোরআন তেলাওয়াত’র মাধ্যমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলা প্রভাষক রেজাউল করিম।
দোয়া ও মিলাদ মাহফিলে আরো বক্তব্য দেন মিয়াজির পাড়া সমাজ কমিটির সর্দার ছালে আহম্মার, দাতা প্রতিনিধি সদস্য মোহাম্মদ শফি, মোহাম্মদ হাসেম, শফিকুল রহমান দাতা প্রতিনিধি সদস্য জসিম উদ্দিন, শফিকুল রহমান বাবুল প্রমূখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন খণ্ড কালিন শিক্ষক মওলানা লোকমান হামিম, আবু মুছা বাপ্পি, মোহাম্মদ ইরফান।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতা দাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মদ।
অনুষ্ঠানে সকল শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, হামদ, নাত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।