ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের ত্রিরত্নের তৃতীয় রত্ন শমিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে

বিমানবন্দরে ইতালি ফুটবলার ফাহামেদুল ইসলামকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একই দৃশ্য দেখা গেছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীকে নিয়েও। জাতীয় স্টেডিয়ামে হামজার আগমনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ত্রিরত্নের বাকি একজন কানাডিয়ান শমিত সোম। আজ সেই বৃত্ত পূরণ করছেন তিনি এসে। ভোর ৫টায় ঢাকায় এসেছেন শমিত।

দেশের ফুটবল জাগরণে ত্রিরত্ন তারা। যাদের জন্যই আজ উন্মাদনা দেখা দিচ্ছে ফুটবলে।  প্রথমে ফাহামেদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী। ইতালি ও ইংল্যান্ড প্রবাসী এ দুই ফুটবলার অনুশীলন করছেন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য। ফাহামেদুল প্রথমদিন থেকে এবং হামজা তৃতীয় সেশন থেকে অনুশীলন করছেন।

আজ শমিত সোম এলেও ভুটান ম্যাচে খেলতে পারবেন না তিনি। জানা গেছে, মাঠে এসে ম্যাচ দেখবেন শমিত। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন।  কানাডা জাতীয় দলের জার্সিতে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা শমিত এখন বাংলাদেশের। হামজা, শমিত ও ফাহামেদুলসহ ছয় প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে।  অন্য তিনজন হলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

প্রলয়/তাসনিম তুবা 

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের ত্রিরত্নের তৃতীয় রত্ন শমিত

আপডেট সময় : ১১:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

বিমানবন্দরে ইতালি ফুটবলার ফাহামেদুল ইসলামকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একই দৃশ্য দেখা গেছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীকে নিয়েও। জাতীয় স্টেডিয়ামে হামজার আগমনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ত্রিরত্নের বাকি একজন কানাডিয়ান শমিত সোম। আজ সেই বৃত্ত পূরণ করছেন তিনি এসে। ভোর ৫টায় ঢাকায় এসেছেন শমিত।

দেশের ফুটবল জাগরণে ত্রিরত্ন তারা। যাদের জন্যই আজ উন্মাদনা দেখা দিচ্ছে ফুটবলে।  প্রথমে ফাহামেদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী। ইতালি ও ইংল্যান্ড প্রবাসী এ দুই ফুটবলার অনুশীলন করছেন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য। ফাহামেদুল প্রথমদিন থেকে এবং হামজা তৃতীয় সেশন থেকে অনুশীলন করছেন।

আজ শমিত সোম এলেও ভুটান ম্যাচে খেলতে পারবেন না তিনি। জানা গেছে, মাঠে এসে ম্যাচ দেখবেন শমিত। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন।  কানাডা জাতীয় দলের জার্সিতে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা শমিত এখন বাংলাদেশের। হামজা, শমিত ও ফাহামেদুলসহ ছয় প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে।  অন্য তিনজন হলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

প্রলয়/তাসনিম তুবা