ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুক্তাগাছার কাঠালিয়ায় হাফেজদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ১১২ বার পড়া হয়েছে
মুক্তাগাছা প্রতিনিধি 
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাঠালিয়া গ্রামে অবস্থিত “আল-আমিন নূরানী হাফিজিয়া মাদ্রাসা”-তে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হিফজুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের সবক (সনদ) প্রদান অনুষ্ঠান-২০২৫। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বাদ জুম’আ অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের জাতীয় মুফতি বোর্ডের ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান ফয়েজী। তিনি তার বক্তব্যে বলেন,“হাফেজ হওয়া গৌরবের, কিন্তু সেটিকে ধরে রাখার দায়িত্ব আরও বড়। একজন হাফেজের চালচলন, কথা-বার্তা, আমল—সব কিছুতেই কুরআনের ছাপ থাকা জরুরি। কুরআন মুখস্থ করা যেমন সৌভাগ্যের, তেমনি তা জীবনভর লালন করাও একটি আমানত।”
মুফতি ফয়েজী বিশেষভাবে অভিভাবকদের উদ্দেশে বলেন,“আপনারা যে সন্তানদের কুরআনের পথে এগিয়ে দিয়েছেন, তা কিয়ামতের দিনে আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। শুধু হিফজই যথেষ্ট নয়, তার সাথে আদব, শিষ্টাচার, আমল—এসব শিক্ষা দিতে হবে। কুরআনের হাফেজরা যেন সমাজে পথ দেখায়, সেই পরিবেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি।”অতিথিদের উদ্দেশে তিনি বলেন,“মাদ্রাসা হলো আল্লাহর ঘর। এখানে এক টাকা দান করলে তার প্রতিদান আল্লাহ দশগুণ, শতগুণ দিয়ে দেন। তাই সবাই মাদ্রাসার পাশে থাকুন, মেহনতী শিক্ষকদের সম্মান করুন, শিক্ষার্থীদের ভালোবাসুন—এই সমাজ একদিন আলোকিত হবেই ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান এবং কোষাধ্যক্ষ মোঃ ময়েজ উদ্দিন খান। তারা বলেন, “এই মাদ্রাসা শুধু কুরআনের হিফজ নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছে।”
সার্বিক তত্ত্বাবধানে থাকা শিক্ষকবৃন্দ জানান, এ বছর ১৫ জন ছাত্র হিফজ সম্পন্ন করেছে, যাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সবুক প্রদান করা হয়। ছাত্রদের কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত ও আধ্যাত্মিকতায় পূর্ণ।
প্রতিটি হাফেজ ছাত্রের নাম উচ্চারণ করে তাদের হাতে সবুক তুলে দেন অতিথিরা। এ সময় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অভিভাবকরা চোখের জল ধরে রাখতে পারেননি—তাদের সন্তান কুরআনের হিফজ সম্পন্ন করেছে, এটি যেন তাদের জীবনের বড়তম অর্জন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং মাদ্রাসার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, “এই অঞ্চলে আল-আমিন নূরানী হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে নৈতিক শিক্ষা ও ইসলামী আদর্শ ছড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল হান্নান ফয়েজী। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, “আল-আমিন নূরানী হাফিজিয়া মাদ্রাসা” কাঠালিয়া ও আশেপাশের গ্রামীণ অঞ্চলে ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। কুরআন হিফজ ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।

নিউজটি শেয়ার করুন

মুক্তাগাছার কাঠালিয়ায় হাফেজদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
মুক্তাগাছা প্রতিনিধি 
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাঠালিয়া গ্রামে অবস্থিত “আল-আমিন নূরানী হাফিজিয়া মাদ্রাসা”-তে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হিফজুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের সবক (সনদ) প্রদান অনুষ্ঠান-২০২৫। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বাদ জুম’আ অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের জাতীয় মুফতি বোর্ডের ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান ফয়েজী। তিনি তার বক্তব্যে বলেন,“হাফেজ হওয়া গৌরবের, কিন্তু সেটিকে ধরে রাখার দায়িত্ব আরও বড়। একজন হাফেজের চালচলন, কথা-বার্তা, আমল—সব কিছুতেই কুরআনের ছাপ থাকা জরুরি। কুরআন মুখস্থ করা যেমন সৌভাগ্যের, তেমনি তা জীবনভর লালন করাও একটি আমানত।”
মুফতি ফয়েজী বিশেষভাবে অভিভাবকদের উদ্দেশে বলেন,“আপনারা যে সন্তানদের কুরআনের পথে এগিয়ে দিয়েছেন, তা কিয়ামতের দিনে আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। শুধু হিফজই যথেষ্ট নয়, তার সাথে আদব, শিষ্টাচার, আমল—এসব শিক্ষা দিতে হবে। কুরআনের হাফেজরা যেন সমাজে পথ দেখায়, সেই পরিবেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি।”অতিথিদের উদ্দেশে তিনি বলেন,“মাদ্রাসা হলো আল্লাহর ঘর। এখানে এক টাকা দান করলে তার প্রতিদান আল্লাহ দশগুণ, শতগুণ দিয়ে দেন। তাই সবাই মাদ্রাসার পাশে থাকুন, মেহনতী শিক্ষকদের সম্মান করুন, শিক্ষার্থীদের ভালোবাসুন—এই সমাজ একদিন আলোকিত হবেই ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান এবং কোষাধ্যক্ষ মোঃ ময়েজ উদ্দিন খান। তারা বলেন, “এই মাদ্রাসা শুধু কুরআনের হিফজ নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছে।”
সার্বিক তত্ত্বাবধানে থাকা শিক্ষকবৃন্দ জানান, এ বছর ১৫ জন ছাত্র হিফজ সম্পন্ন করেছে, যাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সবুক প্রদান করা হয়। ছাত্রদের কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত ও আধ্যাত্মিকতায় পূর্ণ।
প্রতিটি হাফেজ ছাত্রের নাম উচ্চারণ করে তাদের হাতে সবুক তুলে দেন অতিথিরা। এ সময় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অভিভাবকরা চোখের জল ধরে রাখতে পারেননি—তাদের সন্তান কুরআনের হিফজ সম্পন্ন করেছে, এটি যেন তাদের জীবনের বড়তম অর্জন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং মাদ্রাসার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, “এই অঞ্চলে আল-আমিন নূরানী হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে নৈতিক শিক্ষা ও ইসলামী আদর্শ ছড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল হান্নান ফয়েজী। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, “আল-আমিন নূরানী হাফিজিয়া মাদ্রাসা” কাঠালিয়া ও আশেপাশের গ্রামীণ অঞ্চলে ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। কুরআন হিফজ ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।