সংবাদ শিরোনাম ::
জরুরি অবতরণ করেও জীবন বাঁচাতে পারলেন না পাইলট

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৮৯ বার পড়া হয়েছে
জীবন বাঁচাতে রাজধানীর মাইলস্টোন কলেজের বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট (জরুরি অবতরণ) করেন।
তিনি যখন জরুরি অবতরণ করেন তখন বিমানটি আছড়ে পড়ে স্কুলের ভবনে। তিনি মাইনস্টোন কলেজের মধ্যে ইজেক্ট করে পড়েননি। স্কুলের বাইরের পড়েন। স্কুলের লোকজন পাশের একটি ভবনে নিয়ে যায়। পরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন জানান, ‘আমরা বিধ্বস্ত বিমান থেকে পাইলটকে পায়নি।’