আক্তারুল আলম ফারুক এমপি নির্বাচিত হলে রাধাকানাই ইউনিয়নকে সবচেয়ে বেশি উন্নয়নের আওতায় আনা হবে- জীবন

- আপডেট সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা: ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভবানীপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন বলেছেন, ফুলবাড়ীয়া থেকে আক্তারুল আলম ফারুক আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে রাধাকানাই ইউনিয়নকে সবচেয়ে বেশি উন্নয়নের আওতায় আনা হবে।
সোমবার বিকেলে উপজেলার রগুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়িয়া উপজেলা বনাম ত্রিশাল উপজেলা মধ্যকার জিয়া সৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খেলার নির্ধারিত সময় শেষে ৩-০ ব্যবধানে ত্রিশাল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুলবাড়িয়া একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় বিজয়ী দলকে উপহার হিসেবে ১ জোড়া খাসি প্রদান করা হয়।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ফুটবল ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষক দলের আহবায়ক মীর আছির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী কাজল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, তারেক রহমান যুব পরিষদ ফুলবাড়িয়া শাখার সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক,বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।