ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৫৬ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ, শেরপুর

বগুড়ার শেরপুরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়াবটতলা গ্রামে সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্ত করে এ সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নাছিমা, শেরপুর উপজেলা যুব নেতা মুজাহিদুল পারভেজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ হেল কাফি, সমন্বয়ক জাহিদ হাসান, জিন্নাহ, জুলাই যোদ্ধা ফরহাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

মাসুম বিল্লাহ, শেরপুর

বগুড়ার শেরপুরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়াবটতলা গ্রামে সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্ত করে এ সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নাছিমা, শেরপুর উপজেলা যুব নেতা মুজাহিদুল পারভেজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ হেল কাফি, সমন্বয়ক জাহিদ হাসান, জিন্নাহ, জুলাই যোদ্ধা ফরহাদ প্রমুখ।