ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শুল্ক ২০ থেকে ১৫ শতাংশে আনার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আরোপিত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সে আলোচনা এখনও চলমান। চূড়ান্ত চুক্তির আগে সেটি হতে পারে।”

শেখ বশিরউদ্দীন বলেন, “দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর সম্পূরক শুল্ক ৩৭ শতাংশ থেকে ধাপে ধাপে কমিয়ে বর্তমানে ২০ শতাংশে এনেছে। এই হার আরও কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সম্মিলিত প্রচেষ্টা চলছে এবং আলোচনা অব্যাহত রয়েছে।”

বাণিজ্য উপদেষ্টা আরও যোগ করে বলেন, “শুল্ক কমানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের প্রয়াস জারি আছে এবং থাকবে। আমরা ট্যারিফ এবং নন-ট্যারিফ বিষয়গুলোকে অ্যাড্রেস করার বিষয়ে আলোচনা করছি। আশা করছি এই শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ যারা আরোপ করেছেন (যুক্তরাষ্ট্র) তাদের ওপরেই বিষয়টি নির্ভর করে।”

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো তারিখ এখনও পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ২০ শতাংশের ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। চুক্তি এ মাসের শেষে হতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

নিউজটি শেয়ার করুন

শুল্ক ২০ থেকে ১৫ শতাংশে আনার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আরোপিত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সে আলোচনা এখনও চলমান। চূড়ান্ত চুক্তির আগে সেটি হতে পারে।”

শেখ বশিরউদ্দীন বলেন, “দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর সম্পূরক শুল্ক ৩৭ শতাংশ থেকে ধাপে ধাপে কমিয়ে বর্তমানে ২০ শতাংশে এনেছে। এই হার আরও কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সম্মিলিত প্রচেষ্টা চলছে এবং আলোচনা অব্যাহত রয়েছে।”

বাণিজ্য উপদেষ্টা আরও যোগ করে বলেন, “শুল্ক কমানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের প্রয়াস জারি আছে এবং থাকবে। আমরা ট্যারিফ এবং নন-ট্যারিফ বিষয়গুলোকে অ্যাড্রেস করার বিষয়ে আলোচনা করছি। আশা করছি এই শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ যারা আরোপ করেছেন (যুক্তরাষ্ট্র) তাদের ওপরেই বিষয়টি নির্ভর করে।”

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো তারিখ এখনও পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ২০ শতাংশের ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। চুক্তি এ মাসের শেষে হতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।