সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস
কক্সবাজারের উখিয়ায় স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
বুধবার বিকেলে উখিয়া উপজেলার মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শনে যান তিনি। এ সময় শ্রেণি কার্যক্রম পরিদর্শনসহ পাঠ্যক্রমিক কার্যাবলী, পঠন দক্ষতা, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা পর্যবেক্ষণ করেন উপদেষ্টা।
পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।