ভালুকায় হত্যা মামলার আসামি ‘বাহাদুর রাজা’ বিদেশি মদ ও অস্ত্রসহ গ্রেফতার

- আপডেট সময় : ১০:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১০১ বার পড়া হয়েছে
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় আলোচিত তোফাজ্জল হত্যা মামলার আসামি বাহাদুর রাজাকে (৩২) ১০২ বোতল বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার ডুবালিয়া পাড়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ডুবালিয়া পাড়া মাস্টার বাড়িতে অভিযান চালায়। এ সময় তোফাজ্জল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা বাহাদুর রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে ১১৩ বোতল বিদেশি মদ ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, বাহাদুর রাজাকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ওসি।