ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিবির ধর্ষণ-চাঁদাবাজি করে না: কেন্দ্রীয় সভাপতি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিবিরের ছেলেরা ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ করে না।

শনিবার (১৬ আগস্ট) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানটি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন করা হয়।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা সম্ভব। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “তুমি কোন পরিবারে বা কোন বংশে জন্মগ্রহণ করেছ, তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবেই তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাহলেই তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।”

‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রায় চার হাজার কৃতি শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

শিবির ধর্ষণ-চাঁদাবাজি করে না: কেন্দ্রীয় সভাপতি

আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিবিরের ছেলেরা ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ করে না।

শনিবার (১৬ আগস্ট) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানটি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন করা হয়।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা সম্ভব। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “তুমি কোন পরিবারে বা কোন বংশে জন্মগ্রহণ করেছ, তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবেই তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাহলেই তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।”

‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রায় চার হাজার কৃতি শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।