ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়: রিজভী

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির সহযোগী) ও এক বাংলাদেশী উপজাতি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪। এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমকুল এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহভাজনভাবে চলাফেরা করা দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়।

আটককৃতরা হলেন, মিয়ানমার নাগরিক ওলাই চাকমা (২৪), মংডু জেলার মেদাইক গ্রামের বাসিন্দা ও উচলা চাকমার ছেলে। তিনি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী হিসেবে পরিচিত। অপরজন বাংলাদেশের রাঙ্গামাটি সদর উপজেলার বেদবেদি গ্রামের বাসিন্দা নয়ন চাকমা (৩০), জ্ঞ্যানরঞ্জন চাকমার ছেলে। ধারণা করা হচ্ছে, নয়ন চাকমা সীমান্ত অতিক্রমে ওলাই চাকমাকে সহযোগিতা করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির সহযোগী) ও একজন বাংলাদেশী উপজাতি নাগরিককে আমাদের টহল দল আটক করেছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রায়ই মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসব কার্যক্রম ঠেকাতে সম্প্রতি বিজিবি টহল ও নজরদারি আরও জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

আপডেট সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির সহযোগী) ও এক বাংলাদেশী উপজাতি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪। এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমকুল এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহভাজনভাবে চলাফেরা করা দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়।

আটককৃতরা হলেন, মিয়ানমার নাগরিক ওলাই চাকমা (২৪), মংডু জেলার মেদাইক গ্রামের বাসিন্দা ও উচলা চাকমার ছেলে। তিনি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী হিসেবে পরিচিত। অপরজন বাংলাদেশের রাঙ্গামাটি সদর উপজেলার বেদবেদি গ্রামের বাসিন্দা নয়ন চাকমা (৩০), জ্ঞ্যানরঞ্জন চাকমার ছেলে। ধারণা করা হচ্ছে, নয়ন চাকমা সীমান্ত অতিক্রমে ওলাই চাকমাকে সহযোগিতা করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির সহযোগী) ও একজন বাংলাদেশী উপজাতি নাগরিককে আমাদের টহল দল আটক করেছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রায়ই মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসব কার্যক্রম ঠেকাতে সম্প্রতি বিজিবি টহল ও নজরদারি আরও জোরদার করেছে।