ময়মনসিংহে কমার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১০৪ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা ও বি.এম শাখা নিয়ে প্রতিষ্ঠিত নগরীর অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ কমার্স কলেজ। আজ ২০২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে নগরীর এড. তারেক স্মৃতি অডিটরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এখলাছ উদ্দিন খানের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক নাহিদ মন্ডলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মোঃ সায়েম,ময়মনসিংহ কমার্স কলেজের পরিচালক ফারজানা ইসলাম,মাইজবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক উদ্দিন আহমেদ,টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সোরাইয়া ইয়াসমিনসহ প্রমুখ। এ সময় বক্তারা, ময়মনসিংহ কর্মাস কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের নিজেদেরকে যোগ্য করে গড়ে ওঠার প্রয়াসে লেখাপড়ায় মনোনিবেশের জন্য আহ্বান জানান। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কমার্স কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।