ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ মাছ ব্যবসায়ী নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

মির্জাপুরে শিক্ষার্থীকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বাওয়ার কুমারজানী রোডের দারুল ফালাহ ক্যাডেট মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উপজেলার লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে হাফেজ সাব্বির মিয়া (২১) বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১০) মাদরাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সে চতুর্থ তলায় আবাসিক রুমে থাকতো। গত এক সপ্তাহ পূর্বে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক টয়লেটের ভেতরে নিয়ে বলাৎকার করে। এ ঘটনা জানতে পেরে শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় পুলিশ মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। দারুল ফালাহ ক্যাডেট মাদরাসার পরিচালক জুবায়ের হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মাদরাসায় পুলিশ আসার পর আমরা ঘটনাটি জানতে পারি। ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মির্জাপুরে শিক্ষার্থীকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বাওয়ার কুমারজানী রোডের দারুল ফালাহ ক্যাডেট মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উপজেলার লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে হাফেজ সাব্বির মিয়া (২১) বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১০) মাদরাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সে চতুর্থ তলায় আবাসিক রুমে থাকতো। গত এক সপ্তাহ পূর্বে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক টয়লেটের ভেতরে নিয়ে বলাৎকার করে। এ ঘটনা জানতে পেরে শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় পুলিশ মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। দারুল ফালাহ ক্যাডেট মাদরাসার পরিচালক জুবায়ের হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মাদরাসায় পুলিশ আসার পর আমরা ঘটনাটি জানতে পারি। ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।