দুর্গাপুরে খেজুর গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সাথে অবহিতকরণ সভা

- আপডেট সময় : ১১:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৮ বার পড়া হয়েছে
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় খেজুর গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন এলাকার প্রান্তিক খেজুর গুড় উৎপাদনকারী চাষি ও ব্যবসায়ীদেরকে নিয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্যানিটারি অফিসার আবুল খায়ের মোহাম্মদ সামছুদ্দিন বলেন, খেজুর রস থেকে যেহেতু নিপা ভাইরাস ছোড়ায় সেহেতু এই খেলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আমরা খেজুরের রস সরাসরি খাওয়া থেকে বিরত থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন খেজুর গুড় উৎপাদনকারী চাষিদের উদ্দেশ্যে বলেন, আপনারা খেজুর গুড়ে অন্য কোনো উপদ্রব্য ব্যবহার করবেন না। যেহেতু ভেজাল দ্রাব্যের উপরে দন্ড দেওয়ার আইনের বিধাণ রয়েছে সেহেতু আপনারা গুড়ে ভেজাল কিছু মিশ্রিত করবেন না। চেষ্টা করবেন ভেজাল মুক্ত রাখার।
আরো পড়ুন-
- শহিদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- দুর্গাপুরে অর্থনৈতিক শুমারি’র চারদিনের প্রশিক্ষণ শুরু
- মানিকগঞ্জে পাঠ্যপুস্তক ছাপাখানা ও বিভিন্নস্থান পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, উপজেলা স্যানিটারি কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ সামছুদ্দিনসহ বিভিন্ন এলাকার খেজুর গুড় উৎপাদনকারী চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।